Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Contact Us (UNO Office)

শায়েস্তাগঞ্জ উপজেলায় কিভাবে যাবেন

স্থল পথে

সড়ক পথে ঢাকা হতে শায়েস্তাগঞ্জের দূরত্ব ১৬৫ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে শায়েস্তাগঞ্জ স্টেশনের দূরত্ব ২০০ কিলোমিটার।

সড়কপথঃ

ঢাকার সায়েদাবাদ বাস স্টেশন থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাস রয়েছে একাধিক পরিবহন কোম্পানীর; এগুলোতে করে সরাসরি শায়েস্তাগঞ্জ আসা যায়। ঢাকা-হবিগঞ্জ রুটে চলাচলকারী পরিবহনে আসার ক্ষেত্রে ভাড়া হলো -

  • এসি বাসে - ৫০০ টাকা এবং
  • নন-এসি বাসে - ৩০০ টাকা।

এছাড়াও ঢাকার সায়েদাবাদ বাস স্টেশন থেকে সিলেট বিভাগের যেকোন স্থানের উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাসে শায়েস্তাগঞ্জ আসা যায়; কারণ শায়েস্তাগঞ্জ হচ্ছে সড়কপথে সিলেট বিভাগে প্রবেশের অন্যতম প্রধান বাস স্টেশন এবং এখান দিয়েই মূল ঢাকা-সিলেট মহাসড়ক বিস্তৃত। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পরিবহনে শায়েস্তাগঞ্জ আসার ক্ষেত্রে ভাড়া হলো -

  • এসি বাসে - ১২০০ টাকা এবং
  • নন-এসি বাসে - ৩৫০ টাকা।

রেলপথঃ

ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা যেকোন ট্রেনে শায়েস্তাগঞ্জ আসা যায়; কারণ শায়েস্তাগঞ্জ হচ্ছে রেলপথে সিলেট বিভাগে প্রবেশের অন্যতম প্রধান স্টেশন এবং এই শহরটির উপর দিয়েই মূল ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথটি বিস্তৃত। ঢাকা-সিলেট রুটে চলাচলকারী রেলে ঢাকা হতে শায়েস্তাগঞ্জ আসার ক্ষেত্রে ভাড়া হলো -

  • ২য় শ্রেণির সাধারণ - ৫৫ টাকা;
  • ২য় শ্রেণির মেইল - ৭৫ টাকা;
  • কমিউটার - ৯০ টাকা;
  • সুলভ - ১১০ টাকা;
  • শোভন - ১৮০ টাকা;
  • শোভন চেয়ার - ২১৫ টাকা;
  • ১ম শ্রেণির চেয়ার - ২৮৫ টাকা;
  • ১ম শ্রেণির বাথ - ৪২৫ টাকা;
  • এসি সীট - ৪৮৯ টাকা এবং
  • এসি বাথ - ৭৩১ টাকা।

আকাশ পথেঃ

এই শহরটিতে সরাসরি বিমানে চলাচলের কোনো ব্যবস্থা এখনো তৈরি হয় নি; তবে ঢাকা হতে সিলেটে আকাশ পথে বিমানে এসে সেখান থেকে সড়ক বা রেলপথে শায়েস্তাগঞ্জ আসা যায়।

জল পথেঃ

অপ্রচলিত মাধ্যম হিসাবে নৌপথ ব্যবহৃত হয়ে থাকে; তবে সরাসরি কোনো নৌযান চলাচল করে না।

জরুরি নম্বরসমূহঃ

পরিবহন সম্পর্কিত যোগাযোগের জন্য
  • অগ্রদূত পরিবহন, ☎ ০৮৩১-৫২৩৫১; ০১৭১৮৬০০৫৫১; ০১৭১৬০৩৮৬৯১।
  • দিগন্ত পরিবহন, ☎ ০৮৩১-৫২৮৭৩; ০১৭১১৩২৯৯৪৪; ০১৭১৮০১৬৯৬৩।
  • বিছমিল্লাহ পরিবহন, ☎ ০৮৩১-৫২৩৭১; ০১৭১১৯০৮৬৮৪।